রংপুরে সালিশের মধ্যে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রংপুরের হারাগাছ পাইকপাড়া ও লালমনিহাট জেলার সীমান্তবর্তি এলাকায় হালিম সরকার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, দীর্ঘ দিন ধরে চান মিয়া ও মজিবর নামে দুই ব্যক্তির মধ্যে লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো। বিষয়টি সুরাহা করতে উভয় পক্ষ লালমনিরহাট সদর থানার টাঙ্গির চরের ফজলু মিয়ার বাড়িতে পাওনা টাকা আদায়ে একটি সালিশের আয়োজন করে। সালিশ চলাকালে উভয় পক্ষের কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হালিমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
















