রংপুরে সরবরাহ বাড়ায় সবজির দামে ধস নেমেছে
- আপডেট সময় : ০৮:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রংপুরে সরবরাহ বাড়ায় সবজির দামে ধস নেমেছে। শীতের শুরুতে বাজার কিছুটা ভালো গেলেও, কয়েক সপ্তাহ’র ব্যবধানে এখন দাম অনেক পড়ে গেছে। কৃষি বিভাগ বলছে, লোকসান পুষিয়ে নিতে নানা পরামর্শ দেয়া হচ্ছে। কিন্তু কাজে লাগছে না তেমন কিছুই। তাই ফলন ভাল হলেও পুঁজি হারিয়ে হতাশ হয়ে পড়েছে কৃষক।
শীতের শুরুতে পাইকারি বাজারে প্রতিটি কপির দাম ৩০ থেকে ৪০টাকা হলেও, এখন বিক্রি হচ্ছে মাত্র দুই থেকে ৩ টাকায়।সেই সাথে শিম, মুলা, বেগুনসহ প্রায় প্রতিটি সবজির বাজারই মন্দা। সবজির ফলন ভাল হলেও বাজারে দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে জানায়, কৃষক।
যোগান বেশি হওয়ায় দাম কমেছে সবজির। তবে, চাষিদের সহায়তা দিতে কৃষক বাজার স্থাপনের কাজ চলছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি সম্প্রসারন অধিদপ্তর বলছে, পর্যায়ক্রমে আবাদ করলে লোকসান গুনতে হবেনা কৃষকদের। চলতি বছর রংপুর অঞ্চলে ৩৯ হাজার আট’শ ৯৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।

















