রংপুরে প্রতারক চক্রের ৬ নারী সদস্যসহ ১১ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৮১০ বার পড়া হয়েছে
রংপুরে প্রেমের ফাঁদে ফেলাসহ নানা কৌশলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬ নারী সদস্যসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুপুরে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চক্রটি নারী সদস্যদের দিয়ে বিত্তশালী ব্যক্তিদের সাথে বিভিন্ন কৌশলে প্রেমের সম্পর্ক তৈরি করে তাদের ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যেতেন। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম কার্ড, নগদ অর্থ এবং পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নিতো। পুলিশ জানায়, প্রতারণার শিকার এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গেল রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।























