যৌন হয়রানির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা
- আপডেট সময় : ১০:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ২০৮১ বার পড়া হয়েছে
সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ অবন্তিকা। তার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে ও অভিযুক্তদের গ্রেপ্তারে ১২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফাইরুজ অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে কুমিল্লা পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার রাতে সহকারী প্রক্টর ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকা। দু’দফা জানাজা শেষে কুমিল্লা নগরীর শাসনগাছায় অবন্তিকার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
















