যৌথ নেতৃত্বে চলছে বাংলাদেশঃ গয়েশ্বর চন্দ্র রায়
- আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, যৌথ নেতৃত্বে চলছে বাংলাদেশ। সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি আরো বলেন, এই কারণেই দেশে একের পর এক বিপর্যয় নেমে আসছে। আলোচনা সভায় দলের আরেক নেতা রিজভী আহমেদ বলেন, বিএনপি নয়, রক্তের চিহ্ন আওয়ামী লীগের হাতে রয়েছে।
বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতাকর্মীরা।
বিএনপির হাত ধরে হত্যার রাজনীতি শুরু হয়েছে–প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের ইতিহাস পূর্ণতা পায় না মন্তব্য করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। দেশের সার্বিক বিষয় নিয়েও কথা বলেন তিনি।
দেশের ইতিহাস বিকৃত করে চলছে এই সরকার, এমন দাবি বিএনপির এই শীর্ষ নেতার।


















