যৌতুকের দাবীতে গৃহবধুর দু’চোখ ক্ষতিগ্রস্থের ঘটনার চারদিনেও গ্রেফতার হয়নি
- আপডেট সময় : ০১:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে যৌতুকের দাবীতে গৃহবধুর দু’চোখ ক্ষতিগ্রস্থের ঘটনার চারদিনেও গ্রেফতার হয়নি।
১ বছর আগে কালকিনি উপজেলার পশ্চিম বনগ্রামের কৃষকের মেয়ে সাদিয়া আক্তারের সাথে একই উপজেলার সিঙ্গাপুর প্রবাসী নাসির মোল্লার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী নাসির সাদিয়াকে যৌতুকের জন্য চাপ দিতে শুরু করে। সাদিয়ার পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি স্ত্রীকে নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দেয় নাসির। সবশেষ শনিবার দুপুরে ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজনসহ সাদিয়ার দু’চোখ উৎপাটনের চেষ্টা চালায় নাসির। এতে সাদিয়ার দু’চোখের মারাত্মক ক্ষতি হয়। সাদিয়ার চিৎকার শুনে পুলিশে খবর দেন প্রতিবেশিরা। গুরতর অবস্থায় সাদিয়া এখন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাদিয়ার মা বাদী হয়ে নাসির মোল্লাসহ ৮ জনের নাম উল্লেখ করে ডাসার থানায় যৌতুক আইনে মামলা করেছেন।ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।























