যৌতুকের টাকা না দেয়ায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে যৌতুকের টাকা না দেয়ায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
স্বজনরা জানায়, দেড় বছর আগে মাদারীপুর টুবিয়া গ্রামের কালাই ফকিরের মেয়ে আঁখি আক্তারের সাথে একই গ্রামের মৃত হায়দার বেপারীর ছেলে আরিফ বেপারীর বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫০হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্রও দেয়া হয় আঁখির পরিবারের পক্ষ থেকে।কিন্তু এরপরও প্রতিনিয়ত যৌতুকের জন্য আঁখির উপর নির্যাতন শুরু করে আরিফ। বিষয়টি এলাকার মুরুব্বিদের জানালে ক্ষিপ্ত হয়ে আঁখিকে শ্বসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।