যে কোন প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দেশের মানুষের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের বড় চওনা কুতুবপুর ডিগ্রী কলেজ মাঠে সাগরদিঘী অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান আরো বলেন, সারাদেশে এক লাখ মানুষ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। চিকিৎসা সেবার পাশাপাশি দেশের যে কোন দুর্যোগে সেনাবাহিনী পাশে থাকবে বলেও কথা জানান তিনি। এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। এছাড়াও স্থানীয় মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।