যে কোন কাজ করার আগে দেশ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ব-দ্বীপ রক্ষা ও ভবিষ্যত প্রজন্মের জন্য উন্নত জীবন সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত ভাবে কোন পদক্ষেপ নিতে পারলে যে কোন কঠিন কাজও সমাধান করা যায়। বাংলাদেশ নিয়ে কাজ করতে হলে আগে দেশকে ভালো করে চিনতে ও জানতে হবে। সরকার প্রধান আরো বলেন, যমুনা ব্রিজ ছোট করে আনা ছিল ভুল সিদ্ধান্ত। যে ভুল পদ্মার ক্ষেত্রে হয়নি। ফলে পদ্মা সেতু দীর্ঘ হয়েছে। বাফার জোনও রক্ষা করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া, পরিবেশ রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।