যে-কোন উপায়ে ক্ষমতায় থাকার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে : জিএম কাদের

- আপডেট সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলগুলোকে যে-কোন উপায়ে ক্ষমতায় থাকার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, বেশিরভাগ দুর্নীতিবাজের দলীয় পরিচয় থাকায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। আর দলের নব-নির্বাচিত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টিতে কোন গ্রুপিং-লবিংয়ের রাজনীতি করতে দেয়া হবে না।
জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর রোববার বনানী কার্যালয়ে আসেন মুজিবুল হক চুন্নু।
পরে পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে নতুন মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তব্যে মুজিবুল হক চুন্নু তুলে ধরেন ভবিষ্যত পরিকল্পনার কথা। বলেন, পার্টিতে কাউকে পদ বা নমিনেশন বাণিজ্য করতে দেয়া হবে না। দলে বিভেদ সৃষ্টির চেষ্টার সুযোগ নেই বলেও জানান তিনি।
পরে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশে উন্নয়নের সুফল পাচ্ছে না মানুষ। রাজনৈতিক দলের যেন-তেনো উপায় ক্ষমতা ধরে রাখার সমালোচনা করেন তিনি।
জাতীয় পার্টিতে ভাঙ্গনের ষড়যন্ত্র এখনো চলছে জানিয়ে জিএম কাদের বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।