যে কোন পরিস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ করতে চায় ক্লাবগুলো

- আপডেট সময় : ০২:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
যে কোন পরিস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ করতে চায় ক্লাবগুলো। লিগ কর্তৃপক্ষের সাথে ভিডিও কনফারেন্সের সভা শেষে এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও লিগ শুরু করা নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি আয়োজকরা।
সভায়, নিরপেক্ষ ভেন্যুতে হলেও খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে মত দিয়েছে প্রত্যেকটা ক্লাব। তাতে সম্মতি দিয়েছে দেশটির প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন ও লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে ইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, লিগ শুরুর বিষয়ে সবাই একমত। করোনা পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেয়া হচ্ছে। কিভাবে মাঠে খেলা ফেরানো যায় তা নিয়ে পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে, লিগ শুরুর সম্ভাব্য তারিখ ৬ জুন ঠিক করেছিলো ইপিএল কর্তৃপক্ষ। তাতে ১৮ মে থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে ক্লাবগুলোর। তবে সব কিছুই নির্ভর করছে দেশটির সরকারের সিদ্ধান্তের উপর।