যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০৮:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যেকোনো পরিস্থিতিতেই আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (২৮ মে) জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো। বৈঠককালে ড. ইউনূস এ অঙ্গীকারের কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস বলেন, “সংবিধান ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তারা আরও জানান, জাপান সরকারের অব্যাহত সহায়তা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারো আসোকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও প্রত্যাশা করেন।
এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন উভয় পক্ষ।