যুব সমাজকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় যুব সমাজকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তরুণদের নির্দেশনা দিয়ে মাশরাফি লিখেছেন, এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। একই পোষ্টে নড়াইল এক্সপ্রেস লিখেছেন, এখন যৌবন যার দেশকে বাঁচানোরও তার শ্রেষ্ঠ সময়। নিজের ভক্ত-সমর্থকদের সচেতন করার পাশাপাশি দেশের সব মানুষের নিরাপত্তার লক্ষ্যেই এমন নির্দেশনা দিয়েছেন সদ্য ওয়ানডে অধিনায়ক থেকে অবসর নেয়া মাশরাফি। তার আগে, দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সমর্থকদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা।