যুব এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
যুব এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ে টাইগার যুবারা।
আরব আমিরাতে পৌঁছে এক দিনের কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার অনুশীলন করবে বাংলাদেশ দল। পরের দিন এশিয়া কাপ মিশন শুর করবে টাইগার যুবারা। প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।এরপর গ্রুপ পর্বের বাকী দুই ম্যাচে কুয়েত ও শ্রীলংকার মোকাবেলা করবে নাভিদ নেওয়াজ শীষ্যরা। এশিয়া কাপের মিশন শেষে সেখান থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ। যুব বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই আসর দলের ভারসাম্য এবং আত্মবিশ্বাস দুই’ই বাড়াবে বলে মনে করছেন কোচ ও ক্রিকেটাররা। এশিয়া কাপের পর বিশ্বমঞ্চ মাতানোর আগে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ।