যুবককে ভালোবেসে বিয়ে করতে ইন্দোনেশিয়ার তরুণী এখন বাংলাদেশে

- আপডেট সময় : ০৫:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলের যুবক ইমরানকে ভালোবেসে বিয়ে করতে বাংলাদেশে এসেছে ইন্দোনেশিয়ান তরুণী। প্রেমের শুরুতে ২০১৭ সালে একবার বাংলাদেশে এলেও বিয়ের বয়স না হওয়ায় ফিরে যেতে হয় নিকি উল ফিয়াকে। আবার বাংলাদেশে এসে দুই পরিবারের সম্মতিতে ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হলো দু’জনের বিয়ে।
২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’দেশের ভিন্ন ভাষাভাষীর দু’জনের প্রেম শুরু হয়। প্রেমের টানে ২০১৭ সালে একবার পটুয়াখালীর বাউফলে আসেন নিকি। তবে তখন তার বিয়ের বয়স হয়নি।ফলে ফিরে যান তিনি। গেল ২৮ ফেব্রুয়ারি পুনরায় ঢাকা বিমানবন্দরে নামেন তিনি। একদিন পর ঢাকা থেকে লঞ্চে করে পটুয়াখালী যান। টানা সাত বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসলেন-বাংলাদেশি ইমরান ও ইন্দোনেশিয়ান তরুণী নিকি।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমানের সামনে উপস্থিত হয়ে এফিডেবিডের মাধ্যমে বিয়ের সম্মতি নেন। স্থানীয় আইনজীবীর সহযোগিতায় বিয়ের প্রাথমিক কাজ সম্পন্ন করে বাউফলের উদ্দেশ্য রওয়ানা করেন।
বিয়েতে খুশি ইমরানের পরিবার ও স্থানীয় মানুষ। ইমরানের মা বলেন, অন্য একটি দেশের মেয়ে বাংলাদেশে এসেছে। বিষয়টি সবার ভালো লেগেছে। ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়।
বাউফলের দেলোয়ার হোসেনের ছেলে ইমরান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বয়স ২৫। আর নিকি উল ফিয়ার বয়স ২৩ বছর।নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীএ্যানি।