যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: অর্থ উপদেষ্টা

- আপডেট সময় : ০৫:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ১৬১৩ বার পড়া হয়েছে
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে এখনই জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রয়েছে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সার, জ্বালানি ও আমদানি নির্ভর অন্যান্য পণ্যের ওপর প্রভাব পড়তে পারে।”
তিনি আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ অনেক দেশ আমদানি করে থাকে। ফলে ওই পথ সংকুচিত বা অস্থিতিশীল হলে আমদানিতে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এ কারণে সরকার আগেভাগেই নানা বিকল্প প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
সরকার পরিস্থিতির ওপর নির্ভর করে ধাপে ধাপে পদক্ষেপ নেবে বলে জানান অর্থ উপদেষ্টা। জনস্বার্থে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।