যুক্তরাষ্ট্র কোন দলকে সমর্থন করে না : পিটার হাস

- আপডেট সময় : ০৮:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র কোন বিশেষ দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, কোন দেশের অভ্যন্তরীন রাজনীতিতেও হস্তক্ষেপ করে না তারা। এদিকে, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলের বিকল্প নেই। রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনৈতিক নেতা ও রাজনীতি বিষয়ে আগ্রহীদের রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পথ সুগম করতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, ইউএসএআইডির পলিটিক্স ম্যাটারস নামে ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সংকট মোকাবিলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, কঠিন হলেও সরকার, নির্বাচন কমিশনসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব।
ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ভালো নির্বাচন ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামিম হায়দার পাটোয়ারী।
সব দলের অংশগ্রহনমূলক নির্বাচনের পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরী বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটার সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সব দলের অংশগ্রহণেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
শান্তি ও উন্নয়নে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের পথ চলা সামনের দিনগুলোতেও অব্যহত থাকবে বলেও জানান ড. হাছান মাহমুদ।