যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে ৭০ লাখ করোনা ভ্যাক্সিন চেয়ে চিঠি দেয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে ৭০ লাখ করোনা ভ্যাক্সিন চেয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকশেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। ড. মোমেন বলেন, ৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছেও ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা করছে তার মন্ত্রণালয়। তিনি আরো বলেন, বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি মহামারি করোনা মোকাবেলায় বাংলাদেশকে আরো কিছু সরঞ্জামও দেবে যুক্তরাষ্ট্র। উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবেও বাংলাদেশ টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।