যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে অন্তত ২১ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বেশকিছু অঙ্গরাজ্যে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন, বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা।
নর্থ ক্যারোলাইনায় শীতকালীন টর্নেডোর আঘাতে তিনজন মারা গেছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন। টেক্সাসে ২০ লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি বিদ্যুৎহীন রয়েছে। হিউসটনে ঘর গরম রাখতে ফায়ার প্লেসের আগুনে এক পরিবারের চারজন নিহত হয়েছে। বিদ্যুৎ না থাকায় মিসিসিপি, কেন্টাকিসহ বেশকিছু অঙ্গরাজ্যে ঘর গরম রাখতে ডিজেল ব্যবহার থেকে তৈরি হওয়া কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আক্রান্ত অন্তত ১৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে ফেডারেল কর্তৃপক্ষের কাছে জেনারেটর সরবরাহের জন্য আবেদন করেছে টেক্সাস। ওদিকে, মঙ্গলবার দুই হাজার সাতশোর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।