যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য। ভৌত অবকাঠামোর পাশাপাশি, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত আইন উন্নত করা হয়েছে। ঢাকায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং অন্যান্য বাণিজ্য সুবিধা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ার জে আর প্রাইর ও সদস্যরা উপস্থিত ছিলনে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে; যা বিদেশী বিনিয়োগ সংসদের আইন এবং দ্বিপাক্ষিক চুক্তি দ্বারা সুরক্ষিত।
বাংলাদেশ উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জনে কাজ করছে। সেই লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও অন্যান্য বাণিজ্য সুবিধা চান সরকার প্রধান।
বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ দেশে পরিণত করতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।