যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দেশে ক্রসফায়ার না হলেও এখনো গুম বন্ধ হয়নি : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দেশে ক্রসফায়ার না হলেও, এখনো গুম বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশে ভিন্নমতের মানুষের মধ্যে এখন শুধু আতঙ্ক বিরাজ করছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার গোটা দেশে ভয়ংকর পরিবেশ সৃষ্টি করেছে। সুইডেনভিত্তিক নিউজ পোর্টাল- নেত্রনিউজে ‘আয়নাঘর’ নামে সরকারের অনুসন্ধানী প্রতিবেদনের কথা উল্লেখ করে রিজভী বলেন, গুমের পর দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর তাদের আটক রেখে নির্যাতন চালায় সরকার। আর অন্যদিকে আওয়ামী লীগ বলে, দেশে গুম নামের কোন শব্দ নেই।