যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২১ জন নিহত

- আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারালো ১৮ শিশু শিক্ষার্থীসহ ২১ জন। পরে, পুলিশের পাল্টা আক্রমনে নিহত হয় আততায়ী। এ ঘটনার পর আগামী শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
টেক্সাসের গভর্নর জানান, মঙ্গলবার সকালে রব এলিমেন্টারি প্রাইমারি স্কুলে এ হামলা চালানো হয়। এ সময়, শিক্ষার্থীরা সবাই ক্লাসে ছিলো। গোলাগুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক শিক্ষক ও স্কুলের দু’জন কর্মী। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। টেক্সাস পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে আততায়ীকে। তাকে ১৮ বছর বয়সী সালভাদর রামোস হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
হামলার সময় তার কাছে একটি হ্যান্ডগান এবং একটি AR- ফিফটিন রাইফেল ছিলো। তবে, এখনো হামলার মোটিভ সম্পর্কে জানতে পারেনি নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, হামলার আগে বাড়িতেও সে তার দাদিকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, অস্ত্র নীতিমালা সংস্কারের জন্য এখনই ঐক্যবদ্ধ হওয়া উচিত।