যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চার্চে ভয়াবহ বন্দুক হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চার্চে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গতকাল ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে লেগুনা উডস শহরের জেনেভা প্রেসবিটেরিয়ান চার্চ লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র ক্যারি ব্রাউন জানান, সহিংসতার সময় ঘটনাস্থলে প্রায় ৩০ জন মানুষ উপস্থিত ছিলেন। তাদের বেশিরভাগই তাইওয়ান বংশোদ্ভূত। নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহতের একদিন পর এ ঘটনা ঘটলো।