ক্ষতিপূরণ দাবি করেছে মার্কিন ড্রোন হামলায় নিহতদের পরিবার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত মাসে মার্কিন ড্রোন হামলায় নিহতদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে।
ওই হামলা ভুল টার্গেটে চালানো হয়েছিল বলে মার্কিন সেনাবাহিনী স্বীকার করেছে। তবে এ স্বীকারোক্তির ফলে দায় এড়ানো যাবে না মনে করছে ক্ষতিগ্রস্তরা। ওই হামলায় নিহত হয় সাত শিশুসহ একই পরিবারের ১০ সদস্য। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংগঠনের কাছে ন্যায়বিচার চেয়েছে পরিবারটি। এই হামলায় জড়িত সামরিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনার আহবান জানানো হয়েছে জাতিসংঘের কাছে।