যুক্তরাষ্ট্রের কাউন্সিল অ্যাট লার্জ হিসেবে শপথ নিয়েছেন প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলিম নারী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১৯২৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম নারী মুসলমান কাউন্সিল অ্যাট লার্জ হিসেবে শপথ নিয়েছেন ড. নীনা আহমেদ।সম্প্রতি শপথ গ্রহণ করেন তিনি।
এর আগে, গত ৭ নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ড. নীনা আহমেদ।ফিলাডেলফিয়া সিটিতে প্রায় ১৫ লাখের কিছু বেশি লোক বাস করেন। এর মধ্য প্রায় ২ লাখের কাছাকাছি মুসলমান লোক বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম নারী জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী ড. নীনা আহমেদ নির্বাচিত হন।ড. নীনা আহমেদের শপথগ্রহণের মাধ্যমে ফিলাডেলফিয়া সিটি হলে বাংলাদেশিদের জন্য নতুন ইতিহাস রচিত হলো।