যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে দেশি-বিদেশি কোনো যাত্রী এলে তাদের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে

- আপডেট সময় : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে দেশি-বিদেশি কোনো যাত্রী এলে তাদের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান। চীন থেকে সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে আসা ৪৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়ায় তাদের হোমকোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়েছে। সকালে বিমানবন্দরে ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।
চীন থেকে ৪৪ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলার একটি ফ্লাইট। এদের মধ্যে ৩৪ জন চীনের নাগরিক ও ১০ জন বাংলাদেশি। পরে থার্মাল স্ক্যানারসহ বেশকিছু স্বাস্থ্য পরীক্ষায় তাদের কারো শরীরে করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ না পাওয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে ছেড়ে দেয়া হয়।
পরে ব্রিফিং করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান। এসময় যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে সরাসরি বা ট্রানজিটে কোনো যাত্রী এলে তাৎক্ষণিক ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।
সিংক: গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান, পরিচালক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
করোনাভাইরাসের প্রভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব আয় কমে যাওয়ার কথা জানিয়ে যাত্রী সংকট ও মানবিক দিক বিবেচনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইট কমে যাওয়ার তথ্যও তুলে ধরেন তিনি।
সোমবার দুপুর ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা বহাল থাকার কথাও জানান তৌহিদুল আহসান।