যারা হেফাজতের সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
স্বররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা হেফাজতের সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
হেফাজতের নামে যারা দুস্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে- তারা মানুষরূপী অমানুষ বলে মন্তব্য করেন তিনি। দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে হেফাজতের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাড়ীঘর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর কবিরের বাড়ীসহ ওই ইউনিয়নের ১০টি বাড়ীঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা।