যারা দেশের উন্নয়ন চায় না, তারাই সরকারের বিরোধিতা করছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সরকারের সমালোচকদের দেশের উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, তারা সরকারের বিরোধিতা করছে। এসডিজি বাস্তবায়নে অনেকদূর এগিয়ে গেছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তার পর পুষ্টি নিশ্চিতে কাজ করছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা …এসডিজি অর্জনে বিশ্বের সবকয়টি দেশের মধ্যে সবার ওপরে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
১৭টি লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২০১৬ সালের জানুয়ারি থেকে এসডিজি বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরাকার। ইতিমধ্যে দারিদ্র্য বিমোচন, খাদ্যনিরাপত্তা ও উন্নত পুষ্টির লক্ষ্য অর্জন, টেকসই কৃষিব্যবস্থা, স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিতসহ বেশ কিছু লক্ষ্যমাত্রায় এগিয়ে গেছে বাংলাদেশ।
২০৩০ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জনে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এসডিজি অর্জনে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার।
এসডিজি বৈশ্বিক ধারণা হলেও বাংলাদেশের পরিকল্পনার সাথে ওতপ্রোত ভাবে জড়িত বলে জানান প্রধানমন্ত্রী।
উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সমালোচনাকারীদের নিজ দেশ ঘুরে দেখার আহ্বান জানান তিনি।
বৃহৎ জনগোষ্ঠীর উন্নত জীবন যাপনের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।