যারা গ্যাস ও বিদ্যুৎ বিল দেবে না, তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে : কাদের

- আপডেট সময় : ০৯:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
অসহযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা গ্যাস ও বিদ্যুৎ বিল দেবে না, তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে যারা হটাতে চায় তাদেরকে জনগণই হটিয়ে দেবে। নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার দ্বিতীয় দিনে গণসংযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং নোয়াখালী ৫ আসনে নৌকার প্রার্থী ওবায়দুল কাদের। কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি।
বিকেলে কবিরহাটে বঙ্গবন্ধু চত্বরে পথসভায় যোগ দেন ওবায়দুল কাদের। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং নোয়াখালী-৫ নির্বাচনী এলাকার হাজারো মানুষের অংশগ্রহণে পথসভা রুপ নেয় জনসভায়।
ওবায়দুল কাদের বরেন, এবারের দেশের অস্তিত্বের লড়াইয়ের নির্বাচন। গণতন্ত্র, সংবিধান ও উন্নয়নকে বাঁচাতে নৌকাকে বিজয়ী করতে হবে।
বিএনপিসহ অসহযোগকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তারেক রহমান বিএনপি চালাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।