যাত্রী পরিবহনের নামে অর্থ হাতিয়ে নেয়া ডাকাত চক্রের ছয় সদস্য গ্রেফতার

- আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৮১৯ বার পড়া হয়েছে
মধ্যরাতে যাত্রী পরিবহনের নামে অর্থ হাতিয়ে নেয়া ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান তিনি। গ্রেফতারকৃত হলো– সফল, মুছা, বাচ্ছু,সজিব, মুন্না ও সিদ্দিক। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, মধ্যরাতে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন বাজারে এই চক্রটি পাইকারী সব্জি ক্রেতাদের টার্গেট করে যাত্রী পরিবহনের নামে পিক-আপ গাড়ী ভাড়া করে অর্থ হাতিয়ে নিয়ে চলন্ত অবস্থায় গাড়ী থেকে ফেলে চলে যায়। গেল ২৮ ডিসেম্বর এমন একটি ঘটনায় একজনের মৃত্যুর পর, বিমান বন্দর থানায় দায়ের করা মামলায়, তদন্তে নামে গুলশান ও উত্তর ডিবির গোয়েন্দারা। গেল রাতে তাদেরকে উত্তরা থেকে গ্রেফতারের কথা জানান একেএম হাফিজ আক্তার।