যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ
- আপডেট সময় : ০৭:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মহামারীর মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বিকেলে কমিশন সভায় আগামী ১৪ জুলাই এই দুই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ।
তিনি বলেন, ১৪ জুলাই আটকে থাকা এ দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।” এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, “করোনাভাইরাস মহামারীর মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপনির্বাচন দুটি করতে হচ্ছে বলে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। প্রথম ৯০ দিনের পরের ৯০ দিন, এই ১৮০ দিনের মধ্যে করতেই হচ্ছে।” এখন উপনির্বাচন না দিয়ে আর ‘কোনো উপায় নেই’ জানিয়ে তিনি বলেন, “ কমিশন একমত ১৫ জুলাইয়ের মধ্যে এ দুটি উপ নির্বাচন করতে হবে।”বিকাল ৩টায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।




















