যশোরে ৬০টি স্বর্ণের বারসহ প্রাইভেটকার জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ২১৮৮ বার পড়া হয়েছে
যশোর শহরতলীর রাজারহাট এলাকা থেকে ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্নের চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রংয়ের প্রাইভেটকার ঢাকা হতে যশোরের অভিমুখে আসছে। যার প্রেক্ষিতে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবি সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় আসলে ৪৯ বিজিবি সদস রা গাড়িটি গতিরোধের নির্দেশ দিলে চালক গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দেয়। এরপর চালক ও স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা।
















