যশোরে শেষ মুহর্তেও জমেনি ঈদের বাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
যশোরে শেষ মুহর্তেও জমেনি ঈদের বাজার। কেনাকাটা করতে শপিংমল, বিভিন্ন মার্কেটে ক্রেতাদের তেমন ভিড় নেই। যারা আসছেন, তাদের বেশিরভাগ মানছেন না বিধিনিষেধ।
রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। কিন্তু সময় আর বেশি না থাকলে করোনা মহামারির প্রভাবে নানা ভাবে চিন্তিত যশোরের মানুষ কেনাকাটা করতে তেমন একটা বাজারে আসছেন না। দফায় দফায় লকডাউনের পর তাই অনেক আশা নিয়ে দোকান খুললেও আশানুরুপ বিক্রি করতে না পারায় হতাশ ব্যবসায়ীরা। তবে তাদের দাবি তারা যেমন নিজেরা স্বাস্থ্যবিধি মানছেন, তেমনি ক্রেতাদের সচেতন করছেন।
শহরের কালেক্টরেট মার্কেটসহ অভিজাত ও ছোটখাট শপিংমলগুলো ঘুরে দেখা গেছে ক্রেতার উপস্থিতি খুবই কম। যারা এসেছেন তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাব। অনেকেই না অজুহাতে পরছেন না মাস্ক।
যশোরে গত ১০দিন ধরে সংক্রমণের গড় হার ১৯ শতাংশ।