অনাবৃষ্টিতে পানির অভাবে যশোরে ব্যাহত আমন আবাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৫৬ বার পড়া হয়েছে
বর্ষা মৌসুম শেষ হতে চললেও অনাবৃষ্টিতে পানির অভাবে যশোরে ব্যাহত আমন আবাদ। খরার কারণে বাধ্য হয়ে সেচ দিয়ে শেষ মুহুর্তে ধান চাষের চেষ্টা করছেন চাষীরা। এতে খরচ বেড়ে লোকশানের আশংকা কৃষকের।
চলছে শ্রাবণ মাস। কয়েকদিন পরই শেষ হবে বর্ষা মৌসুম। কিন্তু যশোরাঞ্চলে মিলছে না বৃষ্টির দেখা। পানির অভাবে শুকিয়ে গেছে মাঠ-ঘাট। জমি চাষ করে বৃষ্টির আশায় ফেলে রেখেছেন অনেকে।
এদিকে,সময় পার হয়ে যাওয়ায় সেচ দিয়ে আমন ধানের চারা রোপনের চেষ্টা করছেন চাষিরা। এতে চাষাবাদে খরচ বাড়ায় লোকশানের আশংকা তাদের। স্থানীয় কৃষি বিভাগ বলছে, দাম বেশি থাকায় সেচ দিয়ে ধান চাষ করেও লাভবান হবেন কৃষকরা।
যশোরে চলতি মৌসুমে ১ লাখ ৩৯ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, এরইমধ্যে ৪৫ হাজার হেক্টর জমিতে চারা রোপন শেষ হয়েছে। চলতি শ্রাবণে বাকি জমির ধান রোপন শেষ হবে।