যশোরে নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্র-গুলি, ইয়াবাসহ চারজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
যশোরের একটি নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্র-গুলি, ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে শহরের বহুলআলোচিত বাহিনী প্রধান ম্যানসেলের সেকেন্ড ইন কমান্ড শুভ তার দলবল নিয়ে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয়ে অবস্থান করছে। সেখানে তারা বাড়ির মালিককে অস্ত্রের মুখে চাঁদা দাবি করছিলো। পরে পুলিশ অভিযান চালিয়ে শুভসহ চার যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে, কুষ্টিয়ার তামাক ব্যবসায়ী, বিএনপি নেতা মার্কিন মহিলা সাংবাদিক হেনস্তাকারী বিশ্বনাথ সাহা বিশুর ড্রাইভার তৌহিদুল ইসলামসহ তিন মাদক চোরাকারবারীকে ১শ’ পিচ ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।