যশোরের বিশিষ্ট সাংবাদিক ও কবি ফখরে আলম মারা গেছেন

- আপডেট সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
যশোরের বিশিষ্ট সাংবাদিক ও কবি ফখরে আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, বাসা থেকে তাকে হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর একপর্যায়ে ফখরে আলম চোখের দৃষ্টিশক্তি হারান। তিনি বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। মৃত্যুর আগ পর্যন্ত ফখরে আলম দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ছিলেন। ১৯৮৫ সালে সাপ্তাহিক রোববারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন ফখরে আলম। পরে তিনি আজকের কাগজ, মানবজমিন, জনকণ্ঠ, আমাদের সময়, যায়যায়দিন, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকতা জীবনে তিনি মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার, মুক্তিযুদ্ধ জাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক, এফপিএবি পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ১৯৬১ সালের ২১ জুন জন্ম নেয়া ফখরে আলম বৃদ্ধা মা, স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।