যশোরের অভয়নগরে চিকিৎসক স্বল্পতায় ধুঁকছে হাসপাতাল
- আপডেট সময় : ০৪:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে আনুমানিক ৩ লাখ ১৫ হাজার লোকের চিকিৎসায় কাজ করছেন মাত্র ১৫ জন চিকিৎসক। চিকিৎসক সংকটে অনেক রোগী ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বেড সংখ্যার থেকে রোগী বেশি হওয়ায় মাঝে মধ্যে রোগীদের চিকৎসা দেওয়া হয় বারান্দায় রেখে।
৫০ শয্যা বিশিষ্ট যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সরকারি এ হাসপাতালের জরুরী বিভাগে প্রতিদিন একশ থেকে দেড়শ এবং বহির্বিভাগে সাড়ে তিনশ থেকে চারশ রোগী সেবা নিতে আসেন। অতিরিক্ত রোগী সামলাতে প্রতিদিন বিপাকে পড়তে হয় ১৫ জন চিকিৎসকে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকে যেতে হয় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। অভিযোগ রয়েছে, রোগীদের ফুসলিয়ে ক্লিনিকে পাঠিয়ে দালালচক্রের কমিশন বাণিজ্যের।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন ‘বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে যেতে হচ্ছে তাদের।
অপর দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বললেন-হাসপাতালে জনবল সংকটের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ স্বাস্থ্য কমপ্লেসে ১৬৩ পদের মধ্যে জনবল রয়েছে ১১২ জন। সঙ্কট সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।










