যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২৪ জেলেকে ১ বছর করে কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২৪ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতভর এ অভিযান পরিচালনা করে সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন এ রায় দেন। উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা ও আশপাশ গ্রামের বাসিন্দা। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। এছাড়াও অভিযানের সময় জব্দ করা ১২ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। এদিকে উদ্ধার করা ১০ কেজি মাছ খাসকাউলিয়া খারিজিয়া সিদ্দিকীয়া এতিম খানায় বিতরণ করা হয়।