যমুনা নদীতে পানি কমলে সার্বিক বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ও মানিকগঞ্জে যমুনা নদীতে পানি কমলে সার্বিক বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি।
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমা অব্যাহত থাকলেও সাবিক বন্যা পরিস্থিতির এখন উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহররক্ষা বাঁধ পয়েন্টে আরো ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৪ এবং কাজিপুর পয়েন্টে মাত্র ১ সেন্টিমিটার কমে সকাল ৬টা পর্যন্ত বিপদসীমার ১৬ সেন্টিমিটার নীচ দিয়ে বইছে। এতে করে পানিতে তলিয়ে আছে বসতভিট,বাড়ী,ঘর,আবাদি জমি,ফসলাদি গ্রামীণ জনপদসহ বহু স্থাপনা।
এদিকে, মানিকগঞ্জে যমুনা নদীর পানি জেলার আরিচা পয়েন্টে সকাল ৯ টার দিকে এর আগের ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়েছে।পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ বলেন, বিগত ৫ দিনে ৫০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে নদী ভাঙ্গন।