যথাসময়ে হচ্ছে না এশিয়ান গেমস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আগামী সেপ্টেম্বরে হুয়াংঝু শহরেই হওয়ার কথা ছিল এশিয়ান গেমস হওয়ার এবারের ১৯তম আসর। দেশটিতে ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন বিভিন্ন শহরে। এই পরিস্থিতি যথাসময়ে হচ্ছে না এশিয়ান গেমস।
শুক্রবার এশিয়ান গেমস স্থগিত হওয়ার ঘোষণা দিয়েছে দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। তবে নতুন করে ফের কবে মাঠে গড়াবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এক বিবৃতিতে বলা হয়,‘অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ঘোষণা করছে যে, ২০২২ সালের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হুয়াংঝু শহরে নির্ধারিত এমিয়ান গেমস স্থগিত হতে যাচ্ছে। বিবৃতিতে নতুন তারিখ ঘোষণা সম্পর্কেও স্পষ্ট কিছু বলা হয়নি। চীনের শহর হাংজুতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো গেমসটি।