যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চায় বিএনপি: তারেক রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ২২৭৩ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চায় বিএনপি, আগের চেয়ে দল অনেক কঠোর, কেউ অনৈতিক কাজ করলে ছাড় দেয়া হবে না।
বিকেলে ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারী যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, তারেক রহমানের উপদেষ্টা ড.মাহাদী আমীন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সদস্য আনিসুর
রহমান। কর্মশালায় অংশ নেন বৃহত্তর ফরিদপুরের ৬ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের সাড়ে ৩শ’ নেতাকর্মী।
























