ময়লার গাড়িচাপায় শিক্ষার্থী ও সাংবাদিক মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় এক শিক্ষার্থী ও সাংবাদিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ৫ কোটি করে টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট হয়েছে।
সোমবার ব্যারিস্টার ফয়েজ আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। এতে বিবাদী করা হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনকে। গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান গোলচত্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নাঈম হাসান নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এর পরের দিনই পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় মৃত্যু হয় আহসান কবীর নামে এক সংবাদকর্মীর।