ময়মনসিংহ, ফরিদপুর, জামালপুর ও ঝিনাইদহে বিভিন্ন দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, ফরিদপুর, জামালপুর ও ঝিনাইদহে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ সদর উপজেলার ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
সেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান ৫ বছর ধরে নিখোঁজ। তার সন্ধানের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে ১৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন নেতৃবৃন্দরা।