ময়মনসিংহ নগরীতে অটোরিক্সা চোর সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অটো চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিকশা চুরি করে আসছিলো। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করে ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। সকালে ৫টি অটোসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-অজয় চন্দ্র দেবনাথ, সাইদুল ইসলাম, রাসেল, মোতালেব, আশরাফুল এবং আবু বক্কর সিদ্দিক।





















