ময়মনসিংহে মসজিদ কমিটি দ্বন্দ্বে দুই ভাই নিহতের ঘটনায় মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে মসজিদ কমিটি দ্বন্দ্ব নিয়ে দুই ভাই নিহতের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে। এ পর্যন্ত দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে
গেলো রাতে নিহতদের বাবা আলী আকবর বাদী হয়ে সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর জানান, জোড়া খুনের ঘটনায় চেয়ারম্যান আবু সাঈদকে হুকুমের আসামী করা হয়েছে।এ ঘটনায় রুবেল ও মমতাজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযানে চলছে। গেলো শুক্রবার দুপুরে সদর উপজেলার চর সিরতা ইউনিয়নে মসজিদ কমিটি ও জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিয়ে রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলাম নিহত হন।