ময়মনসিংহে এবার কোরবানির হাট কাঁপাবে ২২০০ কেজি ওজনের ষাঁড় কালো মানিক
 
																
								
							
                                - আপডেট সময় : ০১:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৮০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে এবার কোরবানির হাট কাঁপাবে ২২০০ কেজি ওজনের ষাঁড় কালো মানিক। বর্তমানে জেলার ৯৮ হাজার ২৮৪ টি খামারে কোরবানির পশু প্রস্তুত করতে দিনরাত পরিশ্রম করছে খামারীরা। মাদারীপুরে কোরবানির গরু সাহেবজাদার ওজন প্রায় ২০ মন। এর দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস, ভূসি খাইয়েই গরুটিকে পালন করা হয়।
ময়মনসিংহের ত্রিশালের ধানিখোলা দক্ষিন ভাটিপাড়া গ্রামের আলোচিত কালো মানিক। তিন বছর ধরে ন্যায্যমূল্য না পাওয়ায় কালো মানিক অরক্ষিত রয়েছে মালিকের কাছে। মালিক জাকির হোসেন সুমন আরো একবছর পালন করেছেন তাকে। এই কোরবানীর ঈদে ২২০০ কেজি ওজনের কালো মানিকের দাম উঠেছে ৪০ লাখ টাকা।
অন্যদিকে, জেলার অন্যান্য খামারেও সম্পূর্ণ দেশী এবং প্রাকৃতিক উপায়ে কোরবানির পশু প্রস্তুতি চলছে। কোরবানির পশুর ন্যায্য মূল্য পাওয়ার দাবী খামারী এবং শ্রমিকদের।
এদিকে, পশুর দেহে কোন খামারী যেনো ক্ষতিকারক হরমোন, মেডিসিন এবং ইনজেকশন ব্যবহার করতে না পারে, তার জন্য মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
এদিকে, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ‘সাহেবজাদার’ নামের গরুটি মাদারীপুরের শিবচরের উমেদপুরের চান্দেরচর বাজার সংলগ্ন মিলন মুন্সী কিনে আনেন প্রায় দেড় বছর আগে। সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে ঘাস, ভূসি খাইয়ে লালন করেছেন এতদিন। ওজন প্রায় ২০ মন। এর দাম চাইছেন ৮ লাখ টাকা। আদর ও যত্ম সহকারে গরুটি কিনবে তাদের জন্য বিশেষ ছাড় দেয়া হবে বলে জানান মালিক।
গরুটির মালিক মিলন মুন্সী গরুটি পালনের বর্ননা জানান
সাহেবজাদা এ অঞ্চলের বাজার মাতাবে এটা নিশ্চিত।

 
																			 
																		










