ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৫:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ সেনাসদস্যসহ ২১ জন।
সকালে জেলার ভালুকা, ত্রিশাল, মুক্তাগাছা এবং গফরগাঁওয়ে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়ী এলাকায় বৃদ্ধা মর্তুজা বেগম তার তিন বছর বয়সী নাতী জান্নাতকে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত বাসচাপায় নিহত হয়, এ সময় রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে একটি বাস দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে থাকা বাসটির পাশে ধাক্কা খেয়ে সেনাবাহিনীর একটি গাড়ী রাস্তার পাশে খাদে পড়ে ৮ সেনাসদস্য আহত হয়। এদিকে, সকালে গফরগাঁওয়ের খুরশিদ মহল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জোবায়ের ঢালী নামে এক প্রবাসী যুবকের মারা যায়, তাছাড়া মুক্তাগাছার পদুরবাড়ী এলাকায় ট্রাক চাপায় সিএনজি যাত্রী রিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয় এবং আহত হন আরো ৩ জন। এছাড়া সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজির শিমলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ঢাকাগামী বাসের ধাক্কায় সিন্নাতুর নামে সাত মাস বয়সী এক শিশুর নিহত হয়, আহত হয় অন্তত ১০ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভতি করা হয়েছে।










