ময়মনসিংহে অয়ন নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে অয়ন নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গেলো রাতে নগরীর আকুয়া এলাকার স্থানীয় সোহরাবের ইটভাটার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গেলো রাত ৯ টার দিকে ওই এলাকায় অয়নকে একা পেয়ে দুর্বৃত্তরা পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করে। নিহত অয়ন নগরীর আকুয়া মড়লপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।