ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ১৯ নারী মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার ১৯ নারী মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সন্মাননা প্রদান অনুষ্ঠান ভার্চুয়ালী উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরা । পরে ময়মনসিংহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষে নারী মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া ভোলার ৩ মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মননা প্রদান করা হয়। সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এই সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।










