ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার

- আপডেট সময় : ১১:১৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও মারধরের অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদের মধ্যে একজনকে আজীবন এবং তিনজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। আজীবন বহিষ্কৃত হলেন- কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী মো. নাসির উদ্দিন। এক সেমিস্টারের জন্য বহিষ্কৃতরা হলেন- ভেটেরিনারি অনুষদের মো. মোবাশ্বের হোসেন ও মো. শামীম রেজা এবং কৃষি অনুষদের সাফায়াতুল ইসলাম তন্ময়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক জানান, তদন্ত কমিটির সুপারিশে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হয়েছে। পরে কেউ এ ধরনের অপরাধ করলে শাস্তি আরও কঠিন হবে বলেও জানান তিনি।